ভারতের রাষ্ট্রপতিকে আকাশসীমা ব্যবহারে পাকিস্তানের বাধা
প্রকাশিত : ১৮:৫৮, ৭ সেপ্টেম্বর ২০১৯

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। শনিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পাকিস্তানি আকাশসীমা ব্যবহার করে আইসল্যান্ডের উদ্দেশে যাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের প্রশাসন।
এএফপি জানায়, জম্মু ও কাশ্মীর নিয়ে দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে আলোচনার সময় চরম উত্তেজনার মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ভারতের আচরণের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাশ্মীর নিয়েই রামনাথ কোবিন্দের পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের বিষয়টি নাকচ করে দিয়েছেন ইমরান খান।
অন্যদিকে ভারতের পক্ষ থেকে জানানো হয়, জুম্মু ও কাশ্মীর নিয়ে নেওয়া ভারতের সিদ্ধান্ত ছিল একদমই কঠোর অভ্যন্তরীণ বিষয়, এখানে পাকিস্তানের প্রশ্ন তোলার কোনো অধিকার নেই।
সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে আগামী সোমবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ত্রিদেশীয় এক সফরে আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও স্লোভানিয়া যাওয়ার কথা রয়েছে।
আরকে//
আরও পড়ুন